ডাবলিন আওয়ামী লীগের জন্ম আজ থেকে প্রায় ১০ বৎসর পূর্বে। সংগঠনটির শুরু থেকেই শাহাদাৎ হোসেন, মাহাফুজুর রহমান, হাফিজুর রহমান, সৈয়দ বিপুল, দিপু ফিরোজ, সেলিম অরণ্য, মোহাম্মদ সুমন, প্রবীর সরকার, টিটু খন্দকার, নাজমুল হক রুমন, রিয়াজ খন্দকার, জসিম পাটোয়ারী, সাইফুল ইসলাম রবিন, সমীর কুমার ধর, সঞ্জয় মজুমদার, সফিকুল ইসলাম, মুন্না সৈকত, নাসির আহমেদ, সুজন কুন্ড, মোঃ শামীম, শিশির ইসলাম, বাবু, আশরাফুল ইসলাম, খাইরুল ইসলাম পায়েল, আলমগীর হোসেন, সাজ্জাদুর রহমান, হেলাল উদ্দিন, সাব্বীর হোসেন, রুবেল, বাবু-১, ইসমাইল হোসেন, এ আর নয়ন, জনি আহমেদ, রুবেল, রুয়েল ও বাবু-২, সহ মোঃ ফিরোজ হোসেন এবং অলক সরকার এই সংগঠনটির সম্প্রসারণে নিরলস পরিশ্রম করে যান।

এই সংগঠনটি গঠনের মূল উদ্দেশ্য আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাসরত সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সুসংগঠিত করে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিকে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সোনার বাংলা গড়তে জন নেত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে তার হাতকে আরো শক্তিশালী করে ভিশন ২০৪২ বাস্তবায়ন করা।

ডাবলিন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন "আয়ারল্যান্ড আওয়ামী লীগ" বিভিন্নভাবে ডাবলিন আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন রকম গঠনমূলক পরামর্শও দিয়ে যাচ্ছে।