প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৯ই মে, ২০২০
বৈশ্বিক করোনা কোবিড-১৯ মহামারী কালে ডাবলিন আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব সাইফুর রহমান বাবলুর পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১৭ই মে, ২০২০
১৭ই মে ২০২০ রবিবার বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১১ই মে, ২০২০
দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন আয়ারল্যান্ড ও ডাবলিন আওয়ামী লীগের কর্মীরা। ডাবলিন আওয়ামী লীগের এই কর্মী নিভৃতে থাকতেই পছন্দ করেন। তবে দলীয় কোনো কর্মসূচী থাকলে সেখানে সবসময় উপস্থিত থাকার চেষ্টা করেন এবং থাকেনও।

গতকাল শুক্রবার ৮ই মে, ২০২০
বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন জার্মানীর অনারারি কনস্যুলার পিপলস্ রিপাবলিক অব বাংলাদেশের ইঞ্জিনিয়ার হাসানাত মিয়া।

প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৮ই মে, ২০২০
রূপেশ বড়ুয়া আয়ারল্যান্ডের কাউন্টি কর্কে বাঙালী কমিউনিটির অতি পরিচিত নাম। লোকজনের সাথে ওনার পরিচিতি এরকম পর্যায়ে যে নাম বললে যে কেউ ওনার বাড়ি ঘর পর্যন্ত দেখিয়ে দিতে পারে।

প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৬ই মে, ২০২০
করোনা মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পাঁচটি প্রস্তাবনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের জনপ্রিয় অর্থনৈতিক এই ফোরামে লেখা এক কলামে প্রধানমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন হয়ে নয়, বরং পরস্পরকে সহযোগিতার মাধ্যমে এই 'কোভিড১৯'-এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারব আমরা।

প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৬ই মে, ২০২০
বিশ্বব্যাপী মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০টির বেশি দেশ, বাংলাদেশে ৬ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১১৭১৯ জন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০৩ জন।

প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৬ই মে, ২০২০
দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের কর্মীরা। 
আজকে আমরা তেমনি একজনকে পেলাম যিনি আয়ারল্যান্ডের কর্কে বসবাস করেন এবং তিনি আমাদের টিপন বড়ুয়া।

প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৫ই মে, ২০২০
ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল ভাইকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

রাজনীতির তৃণমূল থেকে উঠে আসা মাঠের রাজনীতিতে ঝানু এই রাজনীতিবিদ অনেকদিন ধরেই দলকে একীভূত রাখার জন্য আয়ারল্যান্ড আওয়ামীলীগের ত্রাণ কর্তা করতে হয়ে উঠেছেন।

প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৩রা মে, ২০২০
দেশ এবং দেশের প্রয়োজনের সময়ে দেশপ্রেমী লোকজনই সামনে এগিয়ে আসে। 
বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও চলমান করোনা ভাইরাসের মহাক্রান্তিকালে জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করলেন ডাবলিন আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক অলক সরকার।

প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১লা মে, ২০২০
আয়ারল্যান্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খানের জন্মদিন আজ।আমরা ডাবলিন আওয়ামীলীগ রফিক খান কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২০
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আয়ারল্যান্ড আওয়ামীলীগের কর্মীরা তাদের স্বর্বস্ব নিয়ে দাঁড়াচ্ছে দুর্গত জনগণের পাশে। এবার এই কাজে এগিয়ে এলেন কাউন্টি কর্কে বসবাসকারী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক জুয়েল।