প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৩রা জুন ২০২০
প্রেস বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা আয়ারল্যান্ডের সকল অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেলের প্রতিনিধিদেরকে জানানো যাচ্ছে যে, ডাবলিন আওয়ামী লীগের অফিশিয়াল ওয়েব এড্রেস, ফেইসবুক পেইজ এবং ফেইসবুক একাউন্ট রয়েছে যা নিন্মরূপঃ

Website:
www.dublinawamileague.org

Facebook Page:
https://www.facebook.com/dublin.awamileague.7

Facebook Account:
https://www.facebook.com/dublin.awamileague.54

উপরোক্ত ওয়েবসাইট, ফেইসবুক পেইজ এবং ফেইসবুক একাউন্ট ব্যাতিত অন্য কোন ওয়েবসাইট, ফেইসবুক পেইজ এবং একাউন্ট ডাবলিন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে না। জামাত শিবির ও বি. এন. পি'র কতিপয় কুচক্রী এবং ষড়যন্তকারী ডাবলিন আওয়ামী লীগে দ্বন্দ সৃষ্টির লক্ষ্যে, আওয়ামী লীগের মুখোশ পরে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফেইসবুকে একাধিক পেইজ এবং একাউন্ট তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

আয়ারল্যান্ডের সকল অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেলের প্রতিনিধিদেরকে অনুরোধ করছি ডাবলিন আওয়ামী লীগের অফিশিয়াল নিজউজের জন্য শুধুমাত্র উপরোক্ত ওয়েবসাইট, ফেইসবুক পেইজ এবং একাউন্টের সাথে যোগাযোগ করার জন্য।

আয়ারল্যান্ডের কোন অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেলের প্রতিনিধি যদি উপরোক্ত ওয়েবসাইট, পেইজ এবং একাউন্ট ব্যাতিত অন্য কোন উৎস হতে বিভ্রান্তমূলক নিউজ নিয়ে কোথাও প্রকাশ করে, তাহলে ডাবলিন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

আমরা আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে, বিশেষ করে আপনারা যারা জাতির পিতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সৈনিক, মনে প্রাণে আওয়ামী চিন্তা ও চেতনা লালন করেন এবং আয়ারল্যান্ডে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের সাথে যুক্ত, তাদেরকে অনুরোধ করব আপনি যদি সামাজিক মাধ্যমে, যেমনঃ ফেইসবুক/টুইটারে ডাবলিন আওয়ামী লীগের নামে কোন একাউন্ট, পেইজ অথবা গ্রুপ খুলে থাকেন, অনতিবিলম্বে উক্ত ফেইসবুক/টুইটার একাউন্ট, পেইজ এবং গ্রুপগুলো বন্ধ করে দেওয়ার জন্য।

এখন থেকে ডাবলিন আওয়ামী লীগ-ই তাদের নিজস্ব ওয়েবসাইট, ফেইসবুক পেইজ এবং ফেইসবুক একাউন্ট নিয়ন্ত্রন করবে। আপনারা ডাবলিন আাওয়ামী লীগে সদস্য হিসেবে যোগদান করতে চাইলে নিন্মের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করুনঃ

www.dublinawamileague.org

ধন্যবাদান্তে,