প্রিয় সুধী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘ প্রতিক্ষার পর আজ রবিবার, ১৭ই মে ২০২০, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডাবলিন আওয়ামী লীগের ওয়েবসাইট (http://www.dublinawamileague.org/) উদ্বোধন করা হয়েছে।

প্রখ্যাত লেখক আর্থার. সি. ক্লার্কের মতে "Any Sufficient Advanced Technology is Equivalent to Magic" অর্থাৎ যে কোনো উপযুক্ত উন্নত প্রযুক্তি যাদু বিদ্যার সমতুল্য।

নানাভাবে আমাদের এই ওয়েবসাইট আমাদের সংগঠনের খবর, আমাদের খবর, আপনাদের খবর পৌঁছে দেবে দূর দূরান্তে বা দূর দেশে থাকা কোনো মানুষ কে। আয়ারল্যান্ডে না এসেও আওয়ামীলীগের কর্মীরা এবং শুভাকাঙ্খীরা জানবে যে কিভাবে ডাবলিন আওয়ামী লীগ তাদের প্রতিটি পদক্ষেপে প্রবাসে থাকা বাঙালীদের জন্য কাজ করছে এবং আওয়ামী লীগের কথা, বঙ্গবন্ধুর আদর্শের কথা, জননেত্রীর শেখ হাসিনার কথা পৌঁছে দিচ্ছে জনগণের মানসপটে।

বিগত নির্বাচনের সময়েও বিএনপি জামায়াতের দুর্বৃত্তপরায়ণ জ্বালাও পোড়াও রাজনীতির কথাও ডাবলিন আওয়ামী লীগের প্রচার বিভাগ গুরুত্ব সহকারে বাংলাদেশের বিভিন্ন জেলায় ফেসবুকের মাধ্যমে প্রচার করে।

জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ ডাবলিন আওয়ামী লীগ প্রচার করেছে নির্বাচনের আগে। সুতরাং আমরা আছি আপনাদের সাথেই।

আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিটি মুহূর্ত আমাদের ওয়েবসাইটে সন্নিবেশ করার চেষ্টা করবো।

আমরা এরকম একটি মুহূর্তে আমাদের সকল কর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খী সহ সকল নেতৃবৃন্দ ও সমর্থকগুষ্ঠীকে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

ডাবলিন আওয়ামী লীগের কিছু কিছু সদস্যের মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস ভুলবশত আমাদের সিস্টেম থেকে মুছে যাওয়ার কারণে এবং ওই সকল সদস্যদের সামাজিক মাধ্যমে কোন একাউন্ট না থাকায় আমরা তাদেরকে আমাদের অফিশিয়াল চিঠিটি পৌছাতে পারিনি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে সকল সদস্য আপনাদের নামে ইস্যুকৃত চিঠিটি এখনও পাননি অনুগ্রহ করে আমাদের দপ্তর সম্পাদকের সাথে যোগাযোগ করুন।

আপনাদের সম্মিলিত শক্তি-ই আমাদের শক্তি এবং আপনাদের নিয়েই আমাদের এই প্রিয় সংগঠন ডাবলিন আওয়ামী লীগ, আয়ারল্যান্ড।

ধন্যবাদান্তে,