- 1186
পরিচিতিঃ
মোঃ ফিরোজ হোসেন ডাবলিন আওয়ামী লীগের অন্যতম মূল্যবান সদস্য। মিঃ হোসেনের রয়েছে পারিবারিক রাজনীতির পটভূমি। তিনি ঢাকা কলেজের রাজনীতির সাথেও জড়িত ছিলেন দীর্ঘদিন। ছাত্র রাজনীতি থেকে তিনি প্রচুর জ্ঞান অর্জন করেন।
- 944
স্বাধীন বাংলাদেশ যার জন্ম ১৯৭১ সালে হলেও আমরা আমাদের জাতীয় চেতনা নিয়েও আজও জাগ্রত!! প্রবাসী বাঙ্গালীরা দেশকে নিয়ে আমরা খুব বেশি ভাবি এবং চিন্তার প্রতিফলনও করে দেখাতে ইচ্ছুক থাকি সেটা হতে পারে দেশের যেকোন দুর্যোগ-ক্রান্তিকালে বা দেশের মধ্যে চলা কোন রাজনৈতিক বৈরী পরিবেশেও।
- 669
প্রিয় ভাই ও বোনেরা,
সারা বিশ্বে এখন মহামারী করোনার প্রতাপ চলছে হয়তো কেটেও যাবে আর কিছুদিন পর। এই পরিস্থিতিতে আমরা ডাবলিন আওয়ামী লীগ আমাদের সকল রাজনৈতিক কর্মকান্ড স্থবির ঘোষণা করেছি। মানুষের প্রাণের নিরাপত্তা-ই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য।
- 740
পরিচিতিঃ
ডাবলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলক সরকার। একনজরে জানা যাক অলক সরকারের সম্পর্কে। অলক সরকার বাংলাদেশের চাঁদপুর শহর সদরের বাসিন্দা। বাবা পানি উন্নয়ন বোর্ডের সাবেক সিভিল ইঞ্জিনিয়ার ও মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
পাতা 7 এর 7